Property Guide
July 3, 2024
বাংলাদেশে জন্মেছেন কিন্তু চাকুরি বা ব্যবসার সুবাদে বাস করছেন অন্য দেশে। এমন প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যাদের মধ্যে বেশিরভাগের স্বপ্ন নিজ দেশের রাজধানীতে একটি বাড়ি কিংবা ফ্লাট কেনার। তবে বাড়ির স্বল্পতায় বড় অংশটি এখন ঝুঁকছে রেডি ফ্লাটের দিকে। আবার অনেকেই আছেন যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকায় শহরের কোন এলাকায় ফ্লাট কিনবেন তা বুঝতে পারছেন না। আশা করি আমাদের এই লিখা আপনাকে রাজধানী ঢাকার কোথায় ফ্লাট কিনবেন সেই উত্তর পেতে সহায়তা করবে। এই অংশে আমরা যারা উচ্চবিত্ত তারা যেই এলাকায় ফ্লাট কিনতে পছন্দ করেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সাধারণত ফ্লাট কেনার ক্ষেত্রে এলাকার অবস্থান, যাতায়াত ব্যবস্থা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, বাজার ইত্যাদি বিষয় মাথায় রেখে একজন ক্রেতা সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের এই লিখা আপনাকে আপনার ভবিষৎ বাসস্থান কোথায় হবে তার একটি গাইডলাইন দিতে পারবে।
ধানমন্ডি:
রাজধানী ঢাকার অন্যতম জনপ্রিয় আবাসিক এলাকার নাম ধানমন্ডি। যেই এলাকাটিতে রয়েছে ধানমন্ডি লেক। বাড়ি থেকে বের হয়ে লেকের পাশে হাটা বা ব্যয়াম করা যাবে এমনটা ভেবে অনেকেই এখানে ফ্লাট কিনতে উৎসাহিত হন। তবে উচ্চবিত্তের এলাকা হিসেবে পরিচিত এলাকাটিতে ফ্লাটের দাম ঢাকার অন্য যেকোন এলাকার চেয়ে বেশি। সবচেয়ে বড় কথা চাইলেও এখানে ফ্লাট পাওয়া যায়না। তবে ধানমন্ডির আশপাশের এলাকাগুলোতে ইদানিং তৈরি হচ্ছে নতুন নতুন ফ্লাট।